Lyrics

কন্যা রে, কন্যা রে, তোর রূপের মধু মন ভোলায় আঁকে বাঁকে রোদ ডাকে, তোর গালে রাঙা রং মাখায় কন্যা রে, কন্যা রে, তোর রূপের মধু মন ভোলায় আঁকে বাঁকে রোদ ডাকে, তোর গালে রাঙা রং মাখায় মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায় চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায় উড়ে যা ডানা মেলে আজ রে, কন্যা দক্ষিণে উতলা বাতাস উড়ে যা ডানা মেলে আজ রে, কন্যা দক্ষিণে উতলা বাতাস (কন্যা রে) তোর আশায় পথ চেয়ে একতারাটা গাইছে গান তোর পথে রোজ ফোটে ফুলেদেরই অভিমান তোর আশায় পথ চেয়ে একতারাটা গাইছে গান তোর পথে রোজ ফোটে ফুলেদেরই অভিমান মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায় চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায় উড়ে যা ডানা মেলে আজ রে, কন্যা দক্ষিণে উতলা বাতাস উড়ে যা ডানা মেলে আজ রে, কন্যা দক্ষিণে উতলা বাতাস তোর কাঁধে ঢেউ দিলে মরা গাঙে ওঠে বান তোর চুলে মন ভুলে বাতাসও গেয়েছে গান তোর কাঁধে ঢেউ দিলে মরা গাঙে ওঠে বান তোর চুলে মন ভুলে বাতাসও গেয়েছে গান মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায় চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায় উড়ে যা ডানা মেলে আজ রে, কন্যা দক্ষিণে উতলা বাতাস উড়ে যা ডানা মেলে আজ রে, কন্যা দক্ষিণে উতলা বাতাস (কন্যা রে)
Writer(s): Prasen, Amlaan, Debayan Tarafder Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out