Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Ishan Mitra
Ishan Mitra
Actor
COMPOSITION & LYRICS
Amit Ishan
Amit Ishan
Composer
Debaloy Bhattacharya
Debaloy Bhattacharya
Lyrics
PRODUCTION & ENGINEERING
HoiChoi
HoiChoi
Producer

Lyrics

এখনো কি বাকি কিছু? রয়ে গেছে মাথা নিচু
শহরের সারারাতে ছায়া কুড়োবার
তবুও কি বাকি কিছু রয়ে গেছে পিছুপিছু?
অকারণে ছায়াদের ব্যথা জমাবার
ছায়াদের নাম নেই আর শুধু ব্যথার পাহাড়
ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড়
তবু কুরে খায় ছায়ার অন্ধকার
বাকি থেকে যায় মৃত সভ্যতার
মাটির গভীরে ব্যথার আবিষ্কার
এখনো কি বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে?
ছায়াপথে পিছু হারাবার
শহরের গায়ে জমা তারাদের স্মৃতি শুধু
চেনা শোক তোমার আমার
ব্যথারাও বহুদূর হেঁটে এসে একা একা
আগুন পোহায়, আলো নয়
তুমি আমি শুধু ছায়া, বহুকাল আগে জমা
মেঘেদের মূকাভিনয়
ব্যথাদের নাম নেই, শুধু ব্যথার পাহাড়
ব্যথার শহরে শুধু ব্যথার পাহাড়
তবু থেকে যায় মায়া জোছনায়
বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়
পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার
Written by: Amit Ishan, Debaloy Bhattacharya
instagramSharePathic_arrow_out

Loading...