album cover
Prostut
Hip-Hop/Rap
Prostut was released on July 23, 2022 by Sid Z as a part of the album Prostut - Single
album cover
Release DateJuly 23, 2022
LabelSid Z
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM104

Credits

PERFORMING ARTISTS
SID Z
SID Z
Performer
COMPOSITION & LYRICS
SID Z
SID Z
Composer
PRODUCTION & ENGINEERING
ASR
ASR
Producer
IOF
IOF
Producer

Lyrics

নামে শুধু এগিয়েছে দেশ আজও পিছিয়ে
শিশুশ্রম কিছু প্রাণ গেছে বিকিয়ে
আজ এ future শিক্ষাটা এগোবে যে
সমাজেই দিয়ে গেছে শিশুশ্রম শিখিয়ে
মা - এর কোল থেকে মালিকের গাল
মমত্ব থেকে আজ দাসত্ব কাল
দুঃস্বপ্নের স্মৃতি শিশুকাল কেনো
দুর্গতি দেশে আজ করুণ এই হাল
তারা মানেনিও শিশুবৎ ভগবান
তারা ব্যবসাতে ফেলে গেছে শিশুপ্রান
হাতুড়ি না হাতেখড়ি ছেলেবেলা স্বপ্নতে
থাকছে না আজ কেন পিছুটান
ভবিষ্যতটা শেষে প্রতিবাদ
কত সন্তান ও হারিয়েছে কত ছাদ
আজ জন্মের সঙ্গে সঙ্গে শুরু
যুদ্ধেই পরে তার সামনেই কত ফাঁদ
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সন্তান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সম্মান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সন্তান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সম্মান
খাতা পেনসিল নেই হাতে মাল-বোঝা
নরম হাতে আজ শিক্ষা ঠিকানা খোজা
দিশেহারা তারা মৃত্যুপুরীতে এই
খাটনির থেকে মৃত্যুর পথটা সোজা
বলে না তো কিছু মুখ বুঝে সহ্য
শিশু আজ যেনো পশু ন্যায় এ পোষ্য
দেশ আর কবে পাল্টাবে বল
কবে ঘটাবে সমাজের বড় পার্থক্য
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সন্তান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সম্মান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সন্তান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সম্মান
করো রক্ষা দেশের সন্তান
করো রক্ষা দেশের সম্মান
করো রক্ষা দেশের সন্তান
করো রক্ষা দেশের সম্মান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সন্তান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সম্মান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সন্তান
হও প্রস্তুত, এই যুদ্ধে
করো রক্ষা দেশের সম্মান
(করো রক্ষা দেশের সন্তান
করো রক্ষা দেশের সম্মান)
Written by: SID Z
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...