Top Songs By Pratik Karmakar
Credits
PERFORMING ARTISTS
Pratik Karmakar
Performer
Anvesha D
Performer
COMPOSITION & LYRICS
Pratik Karmakar
Composer
Tribikram Bera
Songwriter
Lyrics
সে ও তার অভিমান লুকিয়ে চুরিয়ে রেখে যায়
সে ও তার চেনা মুখ ভুলে গিয়ে কোন অজানায়
এক মন হাজার বারণ খুঁজে যায় আড়াল ভীষণ
এক মন
আজও তার ঝাপসা চোখ ছোটগল্পের মতো ফুরিয়ে যায়
আজও তার শেষ চিঠি ঘর বাঁধে শেষের পাতায়
এক মন হাজার বারণ খুঁজে যায় আড়াল ভীষণ
এক মন
Written by: Pratik Karmakar, Tribikram Bera