Music Video

Tokey Niye Banchbo Aami | Bandhan | Jeet | Koel | Sonu Nigam | Jeet Gannguli | SVF
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Sonu Nigam
Sonu Nigam
Performer
COMPOSITION & LYRICS
Gautam Sushmit
Gautam Sushmit
Lyrics
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

**"সুমন"** তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন কত আশা তোকে ঘিরে করে জাই আমার এই মন ও ডাডি ইউ আর মাই লাভ হো ওওও ও ডাডি ইউ আর মাই লাভ ওওওও ও ডাডি ইউ আর মাই লাভ হো ও ও ও ও ডাডি ইউ আর মাই লাভ হো ও ও ও তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন কত আশা তোকে ঘিরে করে জাই আমার এই মন ****** ****** তোর হাসি তে জাই রে মুছে জীবনের সব বেদনা ****** মায়ের আদর বাবার সিনেহো সব ই তোকে দেব শোনা ডাডি তুমি বনধু আমার দুজনে মিলে মিসে কত মজা কত খালায় দিন কাটায় ভালবেসে ও সোনা ইউ আর মাই লাভ হো ও ও ও ও সোনা ইউ আর মাই লাভ হো ও ও ও ও সোনা ইউ আর মাই লাভ হো ও ও ও হো সোনা ইউ আর মাই লাভ হো ও ও ও ****** ****** যখন আমি বড়ো হবো আমি হবো তোমার মতো ****** সততি হবে আমাই নিয়ে তোমার আছে সপনো জতো সোনা রে তোর মনের কথা শুনে পিরান ভরে জাই বুকে ধরে আদর করি আই রে তুই কাছে আই ও ডাডি ইউ আর মাই লাভ হো ও ও ও ও ডাডি ইউ আর মাই লাভ হো ও ও ও তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন কত আসা তোকে ঘিরে করে জাই আমার এই মন ও ডাডি ইউ আর মাই লাভ হো ও ও ও ও সোনা ইউ আর মাই লাভ হো ও ও ও ও সোনা ইউ আর মাই লাভ হো ও ও ও ও সোনা ইউ আর মাই লাভ
Writer(s): Gautam Sushmit, Jeet Gannguli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out