album cover
Odvut
340
Rock
Odvut was released on May 7, 2022 by The Platform Live as a part of the album The Platform Live: Kaaktaal (Season 1, Vol. 1) - EP
album cover
Release DateMay 7, 2022
LabelThe Platform Live
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM160

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
The Platform Live
The Platform Live
Performer
Kaaktaal
Kaaktaal
Performer
COMPOSITION & LYRICS
Asif Iqbal
Asif Iqbal
Songwriter
PRODUCTION & ENGINEERING
Nadeem A. Salam
Nadeem A. Salam
Producer

Lyrics

One, two, three, four
কাগজে-কলমে, ঝিঁঝিঁ পোকার আওয়াজে
কত কথা পড়ে থাকে সহজে
দিন নেই, রাত নেই, কিছুটা অজান্তেই
অপরিচিত অনুভুতিতে
আজ নয়, কাল নয়, হয়তো কোনোদিনই নয়
কথাগুলো খুঁজে পাবে তোমাকে
এলোমেলো চিন্তা বুড়ো হয়ে ঝরে যায়
কিছু এখনও অপেক্ষায়
দূরের কোনো ল্যাম্পপোস্টের নিচে
হাঁটছে আঁধার অদ্ভুত
তিন প্রান্তরে শুধু একটি জোনাক জ্বলে
নিভে যায়, নিভে যায়, চুপ
সূর্যকে গুম করে নীলাভ আঁধার
গ্রাস করে সব বিদ্রুপ
হলুদ ফ্রেমে শব্দ আটকে সাথে
ইটভাটা ধোঁয়া অপরূপ
সব এখানে কল্পনা, না, না, না, না
আর বাস্তবতা ঘরছাড়া
সব এখানে কল্পনা, না, না, না, না
আর যতসব যুক্তি, মারপ্যাঁচে মুক্তি ঘরছাড়া
অশরীরী জাদুকরী স্ববিরোধী উপহাস
বিজলী ফাটল ধরে আকাশে
জানালায় দেয়ালে, ছাদে আর মেঝেতে
লুকোচুরি ছায়া জমে উঠেছে
ভ্রূক্ষেপ-আক্ষেপ ভুলে গিয়ে সংক্ষেপে
উদ্ভট কথাগুলো উড়ে যায়
মাঝরাতে চুপচাপ ঝেরে বাসি অনুরাগ
অগোচরে বসে অসহায়
শব্দ জমে গল্প হবার সাধ এখনও মজবুত
বারান্দায় জমা জল আয়নায় ছবি কেড়ে নেয় চোখের ঘুম
দু'টি বিড়ালছানার হাতাহাতি দেখে বোকা শকুনেরা উৎসুক
বৃষ্টি ভেজা রাতে চাঁদ ভেঙে রোদ ঝরে, ভেসে যায় রক্তের স্রোত
শেষ প্রহরে নীরবে ঘুমিয়ে
ছায়া চেহারা উদ্ভট অদ্ভুত
আজব কথার আজও গভীরে
সেই ভালোলাগার প্রতিকূলতায় ডুবে ঘুম
তাই সব এখানে কল্পনা, না, না, না, না
আর বাস্তবতা ঘরছাড়া
আর সব এখানে কল্পনা, না, না, না, না
আর যতসব যুক্তি, মারপ্যাঁচে মুক্তি ঘরছাড়া
সব এখানে কল্পনা, না, না, না, না
আর বাস্তবতা ঘরছাড়া
আর সব এখানে কল্পনা, না, না, না, না
আর যতসব যুক্তি, মারপ্যাঁচে মুক্তি ঘরছাড়া
Written by: Asif Iqbal
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...