Music Video

Music Video

Credits

Lyrics

রাই জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
রাই যাগো গো
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
আছো রাধে ঘুমাইয়া
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
আছো রাধে ঘুমাইয়া
কুলকলঙ্কের ভয় কি তোমার নাই গো, জয় রাধে?
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
তারে ধরি ধরি, মনে করি
ধরতে গেলে আর পেলেম না
ধরি ধরি, মনে করি
ধরতে গেলে আর পেলেম না
দেখেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি, মনে করি
ধরতে গেলে আর পেলেম না
ধরি ধরি, মনে করি
ধরতে গেলে আর পেলেম না
দেখেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
রাই জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
হরি বোল, হরি বোল, হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল, হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল, হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল, হরি বোল, হরি বোল
Written by: Ramkrishan Paul
instagramSharePathic_arrow_out

Loading...