Credits

PERFORMING ARTISTS
Manomay Bhattacharyya
Manomay Bhattacharyya
Performer
Madhurima Dutta Choudhury
Madhurima Dutta Choudhury
Performer
COMPOSITION & LYRICS
Bickram Ghosh
Bickram Ghosh
Composer
Sugata Guha
Sugata Guha
Lyrics

Lyrics

মনে কী রয়েছে, বঁধু, মুখে যদি বলো
দখিন হাওয়ার কাছে কথা রয়ে গেল
মেঘের কিনারে আজ কোন সে আলো
তোমার মনের পাড়ে মন রাঙালো
মধুরাত যায়, বঁধু, ছল না ছলনা
সে কথা বলো না, বলো না, বলো না
মনে কী রয়েছে, বঁধু, মুখে যদি বলো
দখিন হাওয়ার কাছে কথা রয়ে গেল
সব দিয়ে তাই আজ তোমাকে হারাই
আঁধার কোণে শুধু মন রেখে যাই
কোন দূরে জ্বলে আলেয়ার আলো
ফুরায় ফাগুন দেখো, একবার বলো
মনে কী রয়েছে, বঁধু, মুখে যদি বলো
দখিন হাওয়ার কাছে কথা রয়ে গেল
ভ্রমরের গুঞ্জনে কে ডাকে আমায়
কোন সে হারানো সূর আজ ভেসে যায়
বুকেরই মাঝে সেই জোয়ার ভাটায়
বলবে কী আজ যেন, শুধু ভুলে যায়
মনে কী রয়েছে, বঁধু, মুখে যদি বলো
দখিন হাওয়ার কাছে কথা রয়ে গেল
মেঘের কিনারে আজ কোন সে আলো
তোমার মনের পাড়ে মন রাঙালো
মধুরাত যায়, বঁধু, ছল না ছলনা
সে কথা বলো না, বলো না, বলো না
সে কথা বলো না, বলো না, বলো না
সে কথা বলো না, বলো না, বলো না
Written by: Bickram Ghosh, Sugata Guha
instagramSharePathic_arrow_out

Loading...