Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
The Tree
The Tree
Performer
COMPOSITION & LYRICS
Zahed
Zahed
Composer

Lyrics

তোমাদের আজ শোনাবো
নতুন এক গল্প
যা অনেক আগে লেখা ছিল কোথাও
নির্ঘুম কত রাত্রি
একা আঁধারের যাত্রি
যে ছিল আজও আছে এ ধরায়
জোছনা গায়ে আলো আঁধারের সাথে
অন্তহীন আলাপ পথ চলতে রাতে
অবাক এই শহরটা ঘুমিয়ে গেছে কবে
তাইতো আছি পাহারায় আমি
যদি স্বপ্নটাকে শেকল পড়াই
খোলা আকাশে হাত না বাড়াই
মায়ারাও তখন মুছে যাবে
জীবনটাও রং হারাবে
কে আছো আজ আমার সাথে
সঙ্গ দেবে রাতটা জেগে
বিনিময় শুধু ভালবাসা
বেঁচে থাকার কারণ পাবে
তার শীতল হাতটা ধরে
হেঁটে গেছি বহুদূরে
এমনটাইতো কথা ছিল হওয়ার
নিবিড় করে চেয়েছি
শুধু তারই জন্যে গেয়েছি
যত গান আর গল্প লিখেছি
সাগরের বুকে নীল জোছনায়
অসীম আলিঙ্গন আজো আমাকে জানায়
হারিয়ে যাওয়া সময় যেন তুলে রাখা হয়
স্মৃতিতে তার আমরা সবাই স্বপ্ন কোরাস গাই
তোমরাও এই গানটা গাইবে
একি সুরে স্বপ্নের কোরাসে
গল্পটা আজ বিলিয়ে দিলাম
চোখ বুঁজে তোমাদের মাঝে
যাচ্ছি আমি এবার
সময় হল যাওয়ার
খুঁজে নিও আমায়
ওই তারাদের মেলায় ..
Written by: Zahed
instagramSharePathic_arrow_out

Loading...