Lyrics

রাতে ঘুম আসে না স্বপ্ন কেন দেখি না? জেগে দেখি দুঃস্বপ্নটাই যেন ভাঙ্গে না দিনের আলোর বিরক্তি ধৈর্য্য যেন শেষ শক্তি টিক টিক টিক ঘড়ির কাঁটা যেন থামে না শূন্য হাতে মুক্তাকাশে একা উড়ে চলি প্রভুর সাথে আমি একা কথা বলি দুঃস্বপ্ন ভাঙ্গার অপেক্ষা করি স্বপ্নের মাঝে আমি আলোপিছে উড়ি হে প্রভু আমায় সহজ পথ দেখাও দূরে থেকে কেন আনমনে ভাবাও? ঝড় আর বৃষ্টিতে আর কত ভেজাবে? সূর্যের আলোতে পথটা কি শুকাবে? স্বপ্ন কি সত্যি হবে? সূর্যের আলো দেখা দেবে? টিক টিক টিক ঘড়ির দিকে তাকিয়ে রই দিনের আলোর বিরক্তি এই ভয় থেকে পাব মুক্তি? জেগে দেখবো কি ঝড় আজ নেই? তুমি আপন বলে কেন টানো কাছে কাছে? পাপের বোঝা নিয়ে পাপী আজও বেঁচে আছে ভেঙ্গে চুরে আবার যদি ঠেলো দূরে দূরে তোমার তরে গাইব গান আমি করুণ সুরে শূন্য হাতে মুক্তাকাশে একা উড়ে চলি প্রভুর সাথে আমি একা কথা বলি দুঃস্বপ্ন ভাঙ্গার অপেক্ষা করি স্বপ্নের মাঝে আমি আলোপিছে উড়ি হে প্রভু আমায় সহজ পথ দেখাও দূরে থেকে কেন আনমনে ভাবাও? ঝড় আর বৃষ্টিতে আর কত ভেজাবে? সূর্যের আলোতে পথটা কি শুকাবে?
Writer(s): Aqmam Atiq Ullah Muhd Chy Sean Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out