Credits

PERFORMING ARTISTS
Arbovirus
Arbovirus
Performer
COMPOSITION & LYRICS
Asif Asgar Ranjan
Asif Asgar Ranjan
Songwriter
Ashrafuzzaman Yousufi Sufi
Ashrafuzzaman Yousufi Sufi
Composer

Lyrics

পোকার মত বেঁচে থাকি আমরা
পিষে যাওয়ারই ভয়ে
৯টা - ৬টা কিংবা তারও অনেক বেশি
ডুবে থাকি কর্পোরেট লেবাসে
হিসেব কষে চলতে হয় সবসময়
সুযোগ বুঝে খেলতে হয় নিয়তির সাথে
ছোট বাক্সে আমাদের এই ছোট পৃথিবী
বইয়ের মাঝে মুখটা গুঁজে বুলি শিখি
ঘুরে ফিরে বারেবার
ফিরে আসি একই পথে
যত ঘুরি, পড়ে থাকি নিচে
হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে থাকি
ভুল স্বপ্নের আশায়
চোখ বুঁজে এগিয়ে যাই সবার মত করে
চোরাবালির মাঝে
টেলিভিশন, শত চ্যানেল - এই তো অবসর
সস্তা রিক্যাপ আমাদের স্মৃতি জুড়ে থাকে
একইভাবে একই ছাঁচে নিজেদের গড়ি
পিছনে তাকাই পরম অবহেলায়
ঘুরে ফিরে বারেবার ফিরে আসি একই পথে
যত ঘুরি, পড়ে থাকি নিচে
না না না না না না না না...
ঘুরে ফিরে বারেবার
ফিরে আসি একই পথে
যত ঘুরি, পড়ে থাকি নিচে
Written by: Ashrafuzzaman Yousufi Sufi, Asif Asgar Ranjan
instagramSharePathic_arrow_out

Loading...