Credits

PERFORMING ARTISTS
Icons
Icons
Performer
COMPOSITION & LYRICS
M Muntasir Hossain Rizu
M Muntasir Hossain Rizu
Songwriter

Lyrics

আয়নার কাছে বিস্মিত মন
বদলে যায় প্রতিসরন
সামনে এসে দাঁড়ায় ধীরে
জীবন নামের মৃত্যু আমার
আমার, আমার, আমার
এই সময়ের সঙ্গী তুমি
স্বপ্ন দেখো আলোর মাঝে
দাঁড়িয়ে আমরা ক'জন
পুরনো আঁধার ছায়ায়
ছায়ায়...
তোমার মাঝে আমার সমাপ্তি
তোমার মাঝে আমার সমাপ্তি
ভেসে আসা আলো বদলে যাবে সেখানে
নগ্ন পায়ে হারিয়ে যাওয়া এখানে
অন্তরালে ভেসে আসা মুখ তোমার সাথে
মিশিয়ে দেয়া হয়তো আমার হাতে
আমায় হয়তো চেনো
নগ্ন পায়ে হারানো
আয়নার কাছে বিস্মিত মন
বদলে যায় প্রতিসরন
সামনে এসে দাঁড়ায় ধীরে
জীবন নামের মৃত্যু আমার
আমার, আমার, আমার
তোমার মাঝে আমার সমাপ্তি
তোমার মাঝে আমার সমাপ্তি
Written by: M Muntasir Hossain Rizu
instagramSharePathic_arrow_out

Loading...