Credits
PERFORMING ARTISTS
Rockstrata
Performer
COMPOSITION & LYRICS
Rockstrata
Songwriter
Rockstrata Band
Composer
Mainul Islam
Songwriter
Lyrics
আমি মুক্তির পূজারী
আমি সত্যের শিকারী,
অভিশপ্ত জীবনে
আশার আলো আমি পাইনি।
যে দিকে তাকাই
দেখি চারিপাশ ঘেরা
আমার ঐ ভুবনে
হবে না কি কখনো যাওয়া?
শান্তির জীবন
কভু পাব কি আমি?
মুক্তি দাও মোদের
হে সমাজের প্রহরী।
কষ্টের শেষ নাই
তবু পথ খুঁজে যাই
দিন আনি দিন খাই,
সময় হলে চলে যাই।
শেষ রাত্রি এগিয়ে আসছে
সময়ের সীমানা পেরিয়ে চলছি একাকী
শেষ রাত্রি এগিয়ে আসছে
জীবনের আসামী হয়ে আমি ছুটে চলেছি।
শান্তির জীবন
কভু পাব কি আমি?
মুক্তি দাও মোদের
হে সমাজের প্রহরী।
কষ্টের শেষ নাই
তবু পথ খুঁজে যাই
দিন আনি দিন খাই,
সময় হলে চলে যাই।
শেষ রাত্রি এগিয়ে আসছে
সময়ের সীমানা পেরিয়ে চলছি একাকী
শেষ রাত্রি এগিয়ে আসছে
জীবনের আসামী হয়ে আমি ছুটে চলেছি।
Written by: Mainul Islam, Rockstarta, Rockstrata Band

