Top Songs By Subhamita
Credits
PERFORMING ARTISTS
Subhamita
Performer
COMPOSITION & LYRICS
Uday Bandyopadhyay
Composer
Lyrics
ঢেউ আসে আর ঢেউ যায়
অমৃত সাগর মোহনায়
ঢেউ আসে আর ঢেউ যায়
অমৃত সাগর মোহনায়
ধু ধু বালুতটে কত ছবি ফোটে
ধু ধু বালুতটে কত না ছবি ফোটে
আর কত ছবি যে হারায়
ঢেউ আসে আর ঢেউ যায়
আজ রাতের বুকে দিন হয় বিলীন
কাল সূর্য এনে দেয় নতুন দিন
আজ রাতের বুকে দিন হয় বিলীন
কাল সূর্য এনে দেয় নতুন দিন
আজ হারালো যে কাল কোথাও সে
আজ হারালো যে কাল কোথাও সে
আসে ফিরে ফিরে এ প্রাণমেলায়
ধু ধু বালুতটে কত ছবি ফোটে
ধু ধু বালুতটে কত না ছবি ফোটে
আর কত ছবি যে হারায়
ঢেউ আসে আর ঢেউ যায়
আজ মন খুঁজে পেলো খুশির গান
কাল ব্যথার ডানা মেলে দেবে উড়ান
আজ মন খুঁজে পেলো খুশির গান
কাল ব্যথার ডানা মেলে দেবে উড়ান
নেই ফুরিয়ে যাওয়া, কোনো শুরুও নেই
যত অচেনা বাধা সব চেনা পথেই
নেই ফুরিয়ে যাওয়া, কোনো শুরুও নেই
যত অচেনা বাধা সব চেনা পথেই
যত অহংকার, নেই সীমানা যার
যত অহংকার, নেই সীমানা যার
শেষে পড়ে থাকে একা কালবেলায়
ধু ধু বালুতটে কত ছবি ফোটে
ধু ধু বালুতটে কত না ছবি ফোটে
আর কত ছবি যে হারায়
ঢেউ আসে আর ঢেউ যায়
অমৃত সাগর মোহনায়
ধু ধু বালুতটে কত ছবি ফোটে
ধু ধু বালুতটে কত না ছবি ফোটে
আর কত ছবি যে হারায়
ঢেউ আসে আর ঢেউ যায়
Written by: Shemaroo Entertainment Ltd, Uday Bandyopadhyay