Credits
PERFORMING ARTISTS
Shreya Ghoshal
Performer
COMPOSITION & LYRICS
Joy Sarkar
Composer
Subha Dasgupta
Lyrics
Lyrics
মায়াবন বিহারিনী আমি নই
স্বপ্ন সন্চারিনী আমি নই
সন্ধ্যার মেঘমালা আমি নই
সুখো পরশণ প্রিয়া আমি নই
মায়াবন বিহারিনী আমি নই
স্বপ্ন সন্চারিনী আমি নই
সন্ধ্যার মেঘমালা আমি নই
সুখো পরশণ প্রিয়া আমি নই
আমি শুধু গানে গানে
চেনা অচেনার টানে
ভেসে যাই ভাসাই প্রান মন
গান শুধু গানে ভরা এ জীবন
মায়াবন বিহারিনী আমি নই
আকাশ কুসুম কেউ গাঁথে না
প্রেম বাহু পাসে কেউ বাঁধে না
কুন্জ বনেতো কেউ ডাকে না
গোপনে হৃদয়ে কেউ রাখে না
আমি শুধু তালে সুরে
গেঁয়ে যাই কাঁছে দূরে
ভেসে যাই
ভাসাই প্রাণ মন
গান শুধু গানে ভরা এ জীবন
মায়াবন বিহারিনী আমি নই
সন্ধ্যার মেঘমালা হতে চাই
গহন স্বপন বনে যেতে চাই
কারো চোখে সে ভাষাটি পেতে চাই
যে ভাষার পরে কোন ভাষা নেই
তখন অন্য গানে গভীর সে আহবানে
ভেসে যাব নিয়ে প্রাণ মন
তখন অন্য গানে এ জীবন
মায়াবন বিহারিনী আমি নই
স্বপ্ন সন্চারিনী আমি নই
সন্ধ্যার মেঘমালা আমি নই
সুখো পরশণ প্রিয়া আমি নই
আমি শুধু গানে গানে
চেনা অচেনার টানে
ভেসে যাই ভাসাই প্রান মন
গান শুধু গানে ভরা এ জীবন
মায়াবন বিহারিনী আমি নই
Written by: Joy Sarkar, Subha Dasgupta

