album cover
Beatles
1,409
Pop
Beatles was released on February 25, 2023 by Elephant Records as a part of the album Beatles - Single
album cover
Release DateFebruary 25, 2023
LabelElephant Records
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM109

Music Video

Music Video

Credits

COMPOSITION & LYRICS
Firoze Jong
Firoze Jong
Songwriter

Lyrics

Beatles শুনি না প্রায় আট মাস হবে
বাবা-মা'র কথা শোনা ছেড়েছি সে কবে
Beatles শুনি না প্রায় আট মাস হবে
বাবা-মা'র কথা শোনা ছেড়েছি সে কবে
তোমার কথা শুনিনি শুধু কাল
ঘুমোতে দাওনি আমায় আরেকটা রাত
তোমার কথা শুনিনি শুধু কাল
ঘুমোতে দাওনি আমায় আরেকটা রাত
গত বর্ষার সপ্তাহ দু-এক পরে
খামগুলো রেখে ঠিকানা যে গেছে উড়ে
গত বর্ষার সপ্তাহ দু-এক পরে
খামগুলো রেখে ঠিকানা যে গেছে উড়ে
কাটে না যাতনা, কড়া নাড়ে বারবার
ঘুমোতে দাওনি আমায় আরেকটা রাত
কাটে না যাতনা, কড়া নাড়ে বারবার
ঘুমোতে দাওনি আমায় আরেকটা রাত
আরেকটা রাত, আরেকটা রাত
ঘুমোতে দাওনি আমায় আরেকটা রাত
আরেকটা রাত, আরেকটা রাত
ঘুমোতে দাওনি আমায় আরেকটা রাত
আরেকটা রাত, আরেকটা রাত
ঘুমোতে দাওনি আমায় আরেকটা রাত
আরেকটা রাত, আরেকটা রাত
ঘুমোতে দাওনি আমায় আরেকটা রাত
ভোর হলে ফিরতে চেয়েছি
তোমারই বুকে
প্রিয় কবি কিছু তো বলো
আমি অসুখে
ভোর হলে ফিরতে চেয়েছি
তোমারই বুকে
প্রিয় কবি কিছু তো বলো
তোমার কথা শুনিনি শুধু কাল
ঘুমোতে পারিনি আমি আরেকটা রাত
তোমার কথা শুনিনি শুধু কাল
Written by: Firoze Jong
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...