Lyrics

লাল ফিতে সাদা মোজা scho-school uniform
ন'টার siren সংকেত, syllabus-এ মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট, ছুটে রাস্তার মোড়ে
দেখে siren miss করা দোকানিরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
School bus-এ করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষণ্ণ দিন, বাজে না মনবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা, বেকার সবই তা
হাজার কবিতা, বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা
সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন ভোলে মনোরঞ্জন
দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
ও মনের গভীরতা জানতে চায়
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দুচোখ মেলে
হাজার কবিতা, বেকার সবই তা
হাজার কবিতা, বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা
অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়
আর ছবি, তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্ঠান, প্রভাতফেরীর গান
মন দিন গোনে এই দিনের আশায়
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়
রাত্রির আঙিনায় যদি খোলা জানালায়
একবার, একবার যদি সে দাঁড়ায়
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগন প্রাণপণ
হাজার কবিতা, বেকার সবই তা
হাজার কবিতা, বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা
Written by: Nachiketa Chakraborty
instagramSharePathic_arrow_out

Loading...