Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Rama Mandal
Performer
Roma Mondal
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Lyrics
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
তোমার যজ্ঞে দিয়েছ ভার
বাজাই আমি বাঁশি
গানে গানে গেঁথে বেড়াই
প্রাণের কান্নাহাসি
তোমার যজ্ঞে দিয়েছ ভার
বাজাই আমি বাঁশি
গানে গানে গেঁথে বেড়াই
প্রাণের কান্নাহাসি
এখন সময় হয়েছে কি?
সভায় গিয়ে তোমায় দেখি
এখন সময় হয়েছে কি?
সভায় গিয়ে তোমায় দেখি
জয়ধ্বনি শুনিয়ে যাব
এ মোর নিবেদন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
Written by: Rabindranath Tagore


