Lyrics

তুমি কি গরুর দুধ তোমাকে আমি সইতে পারি না ছেড়ে চলে গেলে নাকি যেতে দিলাম তা বলতে পারি না মাথা পাগল হয়ে গেলো সমুদ্রে পাখি ডাকে গ্রীষ্ম কাল উকি পারে শীতের ফাঁকে সিঙ্গারা খাবো না সিঙ্গারা খাইতে মজা না দুধ খাইতে ভালো লাগে দুধ খাইতে পারি না তোমাকে চাই আমি তোমাকে কি করে পাই আমার মন আর পাছা জলে যায় 'Cause I'm lactose intolerant আমি গরুর দুধ খাইতে পারি না আমার পাছা তা সহ্য করে না আমি গরুর দুধ খাইতে পারি না আমার পাছা তা সহ্য করে না আমি গরুর দুধ খাইতে পারি না আমার পাছা তা সহ্য করে না আমি গরুর দুধ খাইতে পারি না আমার পাছা তা সহ্য করে না দুধ খাবো দুধ নেশার মত পাছা জলে যাবে আমি মরে যাবো চুলাতে জল দেই পুড়ে যাবে নিচে দিয়ে জিরাতে টাল দেই ঢেলে দেব দুধে নিয়ে দুধের মত আর কিছু যে নাই দুধের মত আর কি খুঁজে পাই পেটের দায়ে আমি খাইতে পারি না তবুও খুঁজে বেড়াই সিঙ্গারা খাবো না সিঙ্গারার আলুতে অনেক বেশি ঝাল দুধ খেয়ে ঝাল কমাবো কিন্তু দুধ খাওয়া আমার জন্যে যে হারাম আমি গরুর দুধ খাইতে পারি না আমার পাছা তা সহ্য করে না আমি গরুর দুধ খাইতে পারি না আমার পাছা তা সহ্য করে না আমি গরুর দুধ খাইতে পারি না আমার পাছা তা সহ্য করে না আমি গরুর দুধ খাইতে পারি না আমার পাছা তা সহ্য করে না
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out