Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Topu
Topu
Performer
COMPOSITION & LYRICS
Topu
Topu
Songwriter

Lyrics

বন্ধু ভাবো কি? (বন্ধু ভাবো কি?)
বন্ধু ভাবো কি? (বন্ধু ভাবো কি?)
একা বসে আঁধারে আমি যে আজ ভেবে যাই
কিছু বলি, বুজা চোখে ঘুরে দেখি তবে তাই
একা বসে আঁধারে আমি যে আজ ভেবে যাই
কিছু বলি, বুজা চোখে ঘুরে দেখি তবে তাই
মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে
বন্ধুর চেয়ে একটুখানি বেশি? (একটুখানি বেশি)
মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে
বন্ধুর চেয়ে একটুখানি বেশি?
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনো নি?
"ভালো লাগে না" তোমায় একথা
বলেছি বার বার বার
তোমার মন ভেঙে যাবে ভেবে
হেসেছিলাম আমি আবার
সবই ছিলো ভালোবাসা
বুঝলেনা বুঝলেনা! (বুঝলেনা, বুঝলেনা)
বুঝতে যদি দেখতে আমায়
লাগছে অচেনা
হাসছি আমি বলছি কথা
ভাবছো দেখি না তোমায় (দেখি না তোমায়)
তুমি আমার হৃদয়ে আর
দূর থেকে তাকিয়ে দেখায়
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবে না
খুঁজে দেখো পাবে আমায়
আমি সেই চিরচেনা
তুমি আমি দিয়েছি পাড়ি
দু'জনে এপার ওপার (এপার ওপার)
সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার
জানি তুমি আমায় এখনো
চিনতে পারোনি (চিনতে পারোনি)
ভালোবেসে ডাকবে যখন
আসবো তখনি (আসবো তখনি)
মেয়ে, তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে
বন্ধুর চেয়ে একটু খানি বেশি (একটু খানি বেশি)
মেয়ে, তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে
বন্ধুর চেয়ে একটু খানি বেশি
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনোনি
Written by: Rashed Uddin Ahmed Topu
instagramSharePathic_arrow_out

Loading...