Music Video

Hothat eshechile by Tahsan | Monsuba Junction | Tahsan's Song | Music Video
Watch Hothat eshechile by Tahsan | Monsuba Junction | Tahsan's Song | Music Video on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Tahsan
Tahsan
Performer
COMPOSITION & LYRICS
Tahsan Khan
Tahsan Khan
Songwriter

Lyrics

ছন্দ, তুমি ছন্নছাড়া, দুঃখ, তুমি লক্ষীছাড়া
শব্দ, তুমি স্তব্ধ কেন কান্না যখন বাঁধনহারা?
অষ্টপ্রহর কষ্ট গুনে খুনসুটিদের খায় যে ঘুণে
সুখগুলো তাই মুখ ঢেকে নেয়
বোধগুলো তাই দেয় না সাড়া
বোধগুলো হয় বন্ধু ছাড়া
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে অলস জীবন যাপন
ছন্দ, তুমি ছন্নছাড়া, দুঃখ, তুমি লক্ষীছাড়া
শব্দ, তুমি স্তব্ধ কেন কান্না যখন বাঁধনহারা?
চার দেয়ালের বন্দি কোঠায়
স্বপ্নগুলো হাতড়ে বেড়ায়
ইচ্ছে করেই অন্ধ সেজে
অসুখে দিবস যাপন
সস্তা ক্ষোভ
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে অলস জীবন যাপন
Written by: Tahsan Khan
instagramSharePathic_arrow_out