album cover
DUR NOY BESHI DUR OI (JAAK JA GECHHE TA JAAK) - SHYAMAL MITRA
27
Worldwide
DUR NOY BESHI DUR OI (JAAK JA GECHHE TA JAAK) - SHYAMAL MITRA was released on April 5, 2023 by Saregama as a part of the album Shyamal Mitra - Step out Hits
album cover
Release DateApril 5, 2023
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM151

Credits

PERFORMING ARTISTS
Shyamal Mitra
Shyamal Mitra
Lead Vocals
COMPOSITION & LYRICS
Salil Chowdhury
Salil Chowdhury
Songwriter

Lyrics

দূর নয় বেশি দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে
ঐ বাঁধানো ঘাটের পারে
দূর নয় বেশি দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে
ঐ বাঁধানো ঘাটের পারে
যেথা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে
পড়ে পড়ে আছে তার কিছুদূরে ঘাটের চাতাল ছাড়িয়ে
ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
শুকশারিরা সেখানে কূজনে কূজনে দু'জনে গাহিয়া যেত
ঐ নদীটি বহিয়া যেতো
শুকশারিরা সেখানে কূজনে কূজনে দু'জনে গাহিয়া যেত
ঐ নদীটি বহিয়া যেত
বনহরিণী তড়িত চকিত চরণে চমক লাগায়ে দিয়ে
তার চেয়ে ভালো চোখ দু'টি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে
সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
মোর মানসী কলসী কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াত এসে
মুখে মধুর মধুর হেসে
মোর মানসী কলসী কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াত এসে
মুখে মধুর মধুর হেসে
তার তনুর তীরথে ডুবিয়া মরিতে নদীও উতলা হত
তার ঢেউয়ে ঢেউয়ে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে
সেখানে আমার উতল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত
তবু স্বপ্ন যে মনে হত
মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত
তবু স্বপ্ন যে মনে হত
সেই মগন স্বপন সহসা কখনো ভাঙিয়া ভাঙিয়া গেল
এই পথ দিয়ে বধূ বেশে সে যে যেদিন গেল সে হারিয়ে
সেদিন আমার সজল হৃদয় দু'পায়ে গিয়েছে মাড়িয়ে
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
Written by: Salil Chowdhury
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...