Credits
PERFORMING ARTISTS
Rahul Dutta
Performer
Atiya Anisha
Performer
COMPOSITION & LYRICS
Ahmed Humayun
Composer
Kheya Zerrin
Songwriter
Lyrics
আজই প্রথম মনে হলো মন উড়তে চায় হাওয়ায়
আজই প্রথম মনে হলো ভাসি রুপোলি ধোঁয়ায়
আরেকটা দিন চলে গেল
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে এলো
তাকে বলা তো দরকার
তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি
তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি
তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি
তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি
এখন তো আমি নীরবতায় বৃষ্টির গান শুনি
তার চাদরে খুব আঁধারেও হাজার ফানুস গুনি
তার সাথে সব মুহূর্ত যেন লাগে স্বপ্নের মতো
তার ভাবনার রেশ এসে চোখে ছবি আঁকে শত শত
আরেকটা দিন চলে গেল
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে এলো
তাকে বলা তো দরকার
তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি
তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি
তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি
তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি
এখন তো মন ঘাসের চাদরে উদাসীন রাত জাগে
তার ছায়াতে নিজেকেই দেখি, নেশাতুর সব লাগে
অগোছালো এই জীবনে হঠাৎ হলো তার আগমন
তার হাসিতেই মুখর হৃদয় হারায় সারাক্ষণ
আরেকটা দিন চলে গেল
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে এলো
তাকে বলা তো দরকার
তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি
তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি
তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি
তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি
Written by: Ahmed Humayun, Kheya Zerrin