Credits
PERFORMING ARTISTS
Riddhi Bandyopadhyay
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Lyrics
আমার যেতে সরে না মন
আমার যেতে সরে না মন
তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে
তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে
অতল বিরহে নিমগন
আমার যেতে সরে না মন, না
আমার যেতে সরে না মন
চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে
চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে
নিখিল ভুবন পিছে ডাকে, ডাকে, ডাকে অনুক্ষণ
আমার যেতে সরে না মন, না
যেতে সরে না মন
আমার মনে কেবলই বাজে
তোমায় কিছু দেওয়া হল না যে
আমার মনে কেবলই বাজে
তোমায় কিছু দেওয়া হল না যে
যবে চলে যাই পদে পদে বাধা পাই
যবে চলে যাই পদে পদে বাধা পাই
ফিরে ফিরে আসি অকারণ
আমার যেতে সরে না মন, না
যেতে সরে না মন
তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে
তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে
অতল বিরহে নিমগন
আমার যেতে সরে না মন
আমার যেতে সরে না মন
Written by: Rabindranath Tagore

