Music Video

Folk Mashup | মন আমার দেহ ঘড়ি | আমায় ভাষাইলি রে | Abu Ubayda | আবু উবায়দা
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Abu ubayda
Abu ubayda
Performer
COMPOSITION & LYRICS
Abdur Rahman Boyati
Abdur Rahman Boyati
Composer
Monir Hossin Shorkar
Monir Hossin Shorkar
Composer
Shah Abdul Karim
Shah Abdul Karim
Composer
Hason Raja
Hason Raja
Composer
SM BOX SHAH CHISTI
SM BOX SHAH CHISTI
Composer
Polli kobi jasim uddin
Polli kobi jasim uddin
Composer

Lyrics

Uploaded By OS Prince Ashraf গুরু ঘহরওও অহও অহও, অহও, অহওও বেদ বিদির পর শাস্ত্র কানা বেদ বিদির পর শাস্ত্র কানা আরেক কানাও মন আমার এসব দেখি কানার হাটবাজার এসব দেখি কানার হাটবাজার সব দিয়ে যার সব কেরে নাও সব দিয়ে যার সব কেরে নাও তার তো প্রাণে সয় না তোমার দিলেকি দয়া হয় না তোমার দিলেকি দয়া হয় না তোরে মন দিয়া মন দিয়া আগুন জ্বালায় যে মনে মনের আগুন মনে জ্বলে রে আমার মনের আগুন মনে জ্বলে রে দে দে পাল তুলে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার স্বাদের মালা যায় রে ছিড়ে রইবো না আর বেশিদিন তোদের মাঝারে হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে যা দিয়াছো তুমি আমায় যা দিয়াছো তুমি আমায় কি দেবো তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা গান খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমীর গিয়া রে এত করে ডাকলাম তারে এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না সমাপ্ত
Writer(s): Sm Box Shah Chisti Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out