album cover
Nesha
20,123
Regional Indian
Nesha was released on August 20, 2018 by G Series as a part of the album Nesha - Single
album cover
Release DateAugust 20, 2018
LabelG Series
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM126

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Arman Alif
Arman Alif
Performer
COMPOSITION & LYRICS
Arman Alif
Arman Alif
Songwriter

Lyrics

তোমার নেশায় পইড়া
আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা
তোমার মতোই থাকলা
তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা?
তোমার নেশায় পইড়া
আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা
তোমার মতোই থাকলা
তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা?
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না
এই থাকতে হবে তোমায়
ছাড়া কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে
তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেসে কালো
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো
এই থাকতে হবে তোমায়
ছাড়া কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে
তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেসে কালো
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না
এই আমি যেনো কোনদিনও
সিগারেট না ছুঁই
বলতা তুমি করতা শাসন
লাগতো রে ভালোই
আজ নিকোটিনে হইসে কালো
ভেতর ঘরের সব
এখন শাসন করা মায়াবতি
কই গেলা কই?
আমি যেনো কোনদিনও
সিগারেট না ছুঁই
বলতা তুমি করতা শাসন
লাগতো রে ভালোই
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব
এখন শাসন করা মায়াবতি
কই গেলা কই?
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না
Written by: Arman Alif
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...