Credits

PERFORMING ARTISTS
Hridoy Khan
Hridoy Khan
Performer
COMPOSITION & LYRICS
Hridoy Khan
Hridoy Khan
Composer
Prottoy Khan
Prottoy Khan
Songwriter
Milon Mahmud
Milon Mahmud
Songwriter
PRODUCTION & ENGINEERING
Hridoy Khan
Hridoy Khan
Producer

Lyrics

এই পথের
বল শেষ কোথায়
বলবে কি আমায়
পাশাপাশি
এ ছুটে চলা
মুখে নেই ভাষা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
সময়
ফুরিয়ে যায়
সিকি টুকুই থাকে
আবেগী সে মাখামাখি
বারে বারে পিছু ডাকে...
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আর কখনো
পাবো কি তোমায়
দিন কাটে আশায়
কাছাকাছি
কি ছলা কলা
মনে জাগে আশা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
একি ছোঁয়া
শিহরণে
আহা একি ছোঁয়া
শিহরণে কাটে
Baby I miss you(একি ছোঁয়া)
Baby I love you(এ বেলা)
Baby I miss you
Baby I love you
Baby I miss you(miss you)
Written by: Hridoy Khan, Milon Mahmud, Prottoy Khan
instagramSharePathic_arrow_out

Loading...