Credits
PERFORMING ARTISTS
Arati Mukherjee
Lead Vocals
Nachiketa Ghosh
Performer
Pulak Banerjee
Performer
Ri8 Music
Remixer
COMPOSITION & LYRICS
Nachiketa Ghosh
Composer
Pulak Banerjee
Songwriter
Lyrics
তখনই তো হলো দেখা যেই না নয়ন কিছু চেয়েছে
জানাজানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে
জানি না তো কি যে হবে এরপরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয়, কী হয়, কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দু'জনার
জ্যৈষ্ঠিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয়, কী হয়, কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দু'জনার
প্রথমে চমক ছিল, তারপরে ভালোলাগা এসেছে
ডুবে গেছে সেই মন, যে মন খুশির স্রোতে ভেসেছে
জানি না তো কী যে হবে সবকিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয়, কী হয়, কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হল দু'জনার
জ্যৈষ্ঠিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয়, কী হয়, কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দু'জনার
Written by: Nachiketa Ghosh, Pulak Banerjee