Music Video

Music Video

Lyrics

পথ গভীর হয়ে যায়- রাতের মহিমায়
বাতিল অসহায় বাতি নিভে গেছে তাই
সোডিয়াম ল্যাম্পপোস্ট অবিরাম
আঁধার ঝরিয়ে গান গায়।
পথ গভীর হয়ে যায়- রাতের মহিমায়
বাতিল অসহায় বাতি নিভে গেছে তাই
সোডিয়াম ল্যাম্পপোস্ট অবিরাম
আঁধার ঝরিয়ে গান গায়।
পাথর বাগান জুড়ে নেই গুণগান
তবে শ্বাপদ আপন তাকে ভাবে -ভাবে মন
তাই সন্তর্পণে দ্রুত পায়ে হেঁটে হেঁটে ভীতি
রীতি মেনে এড়িয়ে পালায়।
কি দোষ সোডিয়ামের?
অসন্তোষ এ নিয়মের-
কি দোষ সোডিয়ামের?
অসন্তোষ এ নিয়মের-
জেনো অন্যের দোষে অসহায় দোষী হয়
জেনো অন্যের দোষে অসহায় দোষী হয়
জেনো অন্যের দোষে অসহায় দোষী হয়।
অতিশয় অসহায় নিরুপায় অনুনয়
অতিশয় অসহায় নিরুপায় অনুনয়
আমায় তুমি ক্ষমা করে দাও
আমায় তুমি দাফন করে দাও
আমায় তুমি ক্ষমা করে দাও
নয়তো আবার এই বাতি জ্বেলে দাও।
কি দোষ সোডিয়ামের?
অসন্তোষ এ নিয়মের-
কি দোষ সোডিয়ামের?
অসন্তোষ এ নিয়মের-
জেনো অন্যের দোষে অসহায় দোষী হয়।
জেনো অন্যের দোষে অসহায় দোষী হয়।
কি দোষ সোডিয়ামের?
অসন্তোষ এ নিয়মের-
কি দোষ সোডিয়ামের?
আপোষ এ নিয়মের-
জেনো অন্তর আঁধার আরও বেশি গাঢ় হয়
জেনো অন্তর আঁধার আরও বেশি গাঢ় হয়
জেনো অন্তর আঁধার আরও বেশি গাঢ় হয়।
পথ গভীর হয়ে যায়- রাতের মহিমায়
বাতিল অসহায় বাতি নিভে গেছে তাই
সোডিয়াম ল্যাম্পপোস্ট অবিরাম
আঁধার ঝরিয়ে গান গায়।
Written by: Asif Iqbal, Asif Iqbal Aontu
instagramSharePathic_arrow_out

Loading...