Lyrics

আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা আর যত কারণে এই দ্বিধার বাড়াবাড়ি জাগবে না আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি আর কেন হাত গুটিয়ে বসে থাকা কিসেরই ভয়ে ভয়ে আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও যাবে এক নিমিষেই ছন্দময় হয়ে শুধু না না না না না বলে করো না না আসলে না না না না না না না না কালজয়ী বাঁধনে আমি বন্দি হতে জানি থাকবে না আর তখন আমার মহাবিশ্বের হাতছানি আর যদি এ মনের পরিবর্তন হবে ভাবো ভেবো না আর না এ তোমার উৎসাহ হারাবো আর কেন হাত গুটিয়ে বসে থাকা কিসেরই ভয়ে ভয়ে আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও যাবে এক নিমিষেই ছন্দময় হয়ে শুধু না না না না না বলে করো না না আসলে শুধু না না না না না বলে করো না না আসলে
Writer(s): Warfaze Warfaze Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out