album cover
Jonaki
146
IDM/Experimental
Jonaki was released on August 24, 2023 by Kaaktaal as a part of the album KaaktaalRaw, Vol. 4 (Version 01)
album cover
Release DateAugust 24, 2023
LabelKaaktaal
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM128

Credits

PERFORMING ARTISTS
Kaaktaal
Kaaktaal
Performer
Asif Iqbal
Asif Iqbal
Performer
COMPOSITION & LYRICS
Asif Iqbal
Asif Iqbal
Songwriter
PRODUCTION & ENGINEERING
Asif Iqbal
Asif Iqbal
Producer

Lyrics

জোনাকি
জানে কে জোনাকি অধরা অধরে ধরাবাধা নিয়মে
চুমেছে গোপনে পবনে রননে পুলকিত মরমে
জানে কে জোনাকি আলোতে আঁধারে ছুঁয়ে যায় নয়নে
ছলনা বাসনা দোটানা ছড়িয়ে পরাহত স্মরণে।
প্রদীপের উদ্দীপন পরিণত নতজানু যাতনায়
ঘড়িতে রীতি বিপরীতে পরাজিত যত সুসময়
কানামাছি কাছে আসা আসি
উপহাসে হাসি হেসে সহসা উদাসী
রসাতলে সাত সাগরের জলে
ভেসে ডুবে নাকি উতলিত বাকি সব পাখি সব
করে রব পাঁজরে
আশাতে ভালবাসাতে
মায়াবী মুখরিত নেশাতে
শেষে অন্ধকারে বাতি জ্বেলে বসে আছে সে
আমি গল্পকারের বেশে খুঁজে ফিরি অবশেষ
অনিমেষ -আছি বেশ
এভাবেই নিঃশেষ
যদি হতে হয় হব – জোনাকে লুকাবো
আঁকড়ে দোটানা রেশ...
জানে কে জোনাকি অধরা অধরে ধরাবাধা নিয়মে
চুমেছে গোপনে পবনে রননে পুলকিত মরমে
জানে কে জোনাকি আলোতে আঁধারে ছুঁয়ে যায় নয়নে
ছলনা বাসনা দোটানা ছড়িয়ে পরাহত স্মরণে।
প্রদীপের উদ্দীপন পরিণত নতজানু যাতনায়
ঘড়িতে রীতি বিপরীতে পরাজিত যত সুসময়
কানামাছি কাছে আসা আসি
উপহাসে হাসি হেসে সহসা উদাসী
রসাতলে সাত সাগরের জলে
ভেসে ডুবে নাকি উতলিত বাকি সব পাখি সব
করে রব পাঁজরে
আশাতে ভালবাসাতে
মায়াবী মুখরিত নেশাতে
শেষে অন্ধকারে বাতি জ্বেলে বসে আছে সে
আমি গল্পকারের বেশে খুঁজে ফিরি অবশেষ
অনিমেষ -আছি বেশ
এভাবেই নিঃশেষ
যদি হতে হয় হব – জোনাকে লুকাবো
আঁকড়ে দোটানা রেশ...
জানে কে জোনাকি অধরা অধরে ধরাবাধা নিয়মে
চুমেছে গোপনে পবনে রননে পুলকিত মরমে
জানে কে জোনাকি আলোতে আঁধারে ছুঁয়ে যায় নয়নে
ছলনা বাসনা দোটানা ছড়িয়ে পরাহত স্মরণে।
Written by: Asif Iqbal
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...