album cover
Ferari
42
Rock
Ferari was released on February 16, 1998 by SARGAM as a part of the album Ononna
album cover
AlbumOnonna
Release DateFebruary 16, 1998
LabelSARGAM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM60

Credits

PERFORMING ARTISTS
James
James
Performer
COMPOSITION & LYRICS
James
James
Composer
Asif Iqbal
Asif Iqbal
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sargam
Sargam
Producer

Lyrics

আর কোনো হৃদয় ভেঙ্গে
তুমি পাড় হও যদি জীবনের নদী
দেখতে পাবে না তীরে তার ভরে আছে
পাড় ভাঙ্গা কান্না
উদ্ভ্রান্ত ফেরারী অনন্ত
আর কোনো হৃদয় ভেঙ্গে
তুমি পাড় হও যদি জীবনের নদী
দেখতে পাবে না তীরে তার ভরে আছে
পাড় ভাঙ্গা কান্না
উদ্ভ্রান্ত ফেরারী অনন্ত
তুমিহীন কেটে যাবে এ জীবন, একাকী জীবন
কিছু-না-কিছু তো তবু পড়বেই স্মরণ
শঙ্খচিলের মতো তুমি নীল আকাশে
দেখতে পাবে না বিরহ শিশির লুকানো বাতাসে
কত যে জীবন্ত
ভুল করে মন যদি কাছে পেতে চায় আবার
মনকে বোঝাবো তুমি নেই যে আমার
যেন সুখে থাকো আজীবন
থাকবো আমিও স্মৃতিতে মগন
কেন জানি মন মানে না বাঁধন
আর কোনো হৃদয় ভেঙ্গে
তুমি পাড় হও যদি জীবনের নদী
দেখতে পাবে না তীরে তার ভরে আছে
পাড় ভাঙ্গা কান্না
উদ্ভ্রান্ত ফেরারী অনন্ত
আর কোনো হৃদয় ভেঙ্গে
তুমি পাড় হও যদি জীবনের নদী
দেখতে পাবে না তীরে তার ভরে আছে
পাড় ভাঙ্গা কান্না
উদ্ভ্রান্ত ফেরারী অনন্ত
Written by: Asif Iqbal, Mahfuz Anam James
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...