Music Video

Nemesis
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Rupam Islam
Rupam Islam
Acoustic Guitar
Fossils
Fossils
Performer
COMPOSITION & LYRICS
Rupam Islam
Rupam Islam
Songwriter
PRODUCTION & ENGINEERING
Asha Audio Company
Asha Audio Company
Producer
Goutam Basu
Goutam Basu
Recording Engineer

Lyrics

শেষবার যদি সুযোগ দিই তোমায় বলো তুমি বদলে যাবে তো বলো দিশা ফিরে পাবে তো ভাল হওয়ার নাকি সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে কোনও ছুতোয় বাজারদর বাড়িয়ে বন্ধক দেবে শয়তানকে কালো আত্মা তোমার জানি না সবাই তোর মতন কি না অর্থাৎ তোর মতো হৃদয়হীনা মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ হলি না নেশা আর পেশা এক হয়ে গেছে তোর কালশিটে চোখে জেগে জেগে রাত ভোর তোকে ভেবে আগে কাঁদতাম আজকাল ভাবতে পারি না ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই উড়বি ভেবেছিস, ঠোঁটে শিস আজ তোর হয়তো জানা নেই দৃষ্টান্ত আছে সামনেই একদম শেষে হানা দেয় নেমেসিস ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই ডানা মেলেছিস, ঠোঁটে শিস সময় নিজের খেয়ালে স্পষ্ট লিখছে দেওয়ালে তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস তোকে ধ্বংস করতে আসছে মেশে অমৃত জলে আর্সেনিক তবু প্রেরিত পুরুষ বা দার্শনিক তোর উদ্ধারকার্যে হায় কোন তাগিদে হাত বাড়ায় মেশে অমৃত জলে আর্সেনিক তবু প্রেরিত পুরুষ বা দার্শনিক তোর উদ্ধারকার্যে হায় কোন তাগিদে হাত বাড়ায় ডাকিনীবিদ্যা থাবা মারে চেতনায় বেশ্যাবৃত্তি দুপুরের বিছানায় বেশ তো ছিলাম তোকে আদরের ব্যস্ততায় ঠিক কোন নিষিদ্ধ বিষাক্ত আপেলে আজ তুই বন্য দাঁতে চিহ্ন রেখেছিস সময় আমার তরফে লিখছে স্পষ্ট হরফে তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই ডানা মেলেছিস, ঠোঁটে শিস সময় নিজের খেয়ালে স্পষ্ট লিখছে দেওয়ালে তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস নেমেসিস নেমেসিস নেমেসিস
Writer(s): Fossils Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out