Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Minar Rahman
Lead Vocals
COMPOSITION & LYRICS
Minar Rahman
Songwriter
Lyrics
কেমন যেনো হয়ে আছে আকাশটা
অনেক স্মৃতি ছিলো রঙরঙা
হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে
খুঁজছে তোমার ঠিকানা
কোথায় লুকিয়ে মেঘের ঘনঘটা
কোথায় হারিয়ে রূপালি দুপুর
অনেক অভিমানী হয়ে মনটা আমার
খুঁজছে তোমার ঠিকানা
এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন
গড়বো বলে সুখের নাটাই
রূপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল
এসোনা আবার সবটা সাজাই
তুমি কোথায় আছো, আমি কোথায় আছি
কেনোযে আজ দুজন দুদিকে ভাসি
আমি কোথায় আছি, তুমি কোথায় আছো
কেনো যে আজ দুজন দুদিকে ভাসি
কেমন যেনো হয়ে আছে শহরটা
মানুষগুলো থমকে একা
অবাক তাকিয়ে থাকা দূর আরও দূর
হারিয়ে সুরের সীমানা
কোথাও বলছে মোহের মাতাল হাওয়া
কোথাও উড়ছে স্মৃতির পায়রা
আলোর দিন আর রাতের আধারটা
করছে ভোরের অপেক্ষা
এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন
গড়বো বলে সুখের নাটাই
রূপালি রোদ আর বৃষ্টি বিলাসি বিকেল
এসোনা আবার সবটাই সাজাই
তুমি কোথায় আছো, আমি কোথায় আছি
কেনো যে আজ দুজন দুদিকে ভাসি
আমি কোথায় আছি, তুমি কোথায় আছো
কেনো যে আজ দুজন দুদিকে ভাসি
তুমি কোথায় আছো, আমি কোথায় আছি
কেনো যে আজ দুজন দুদিকে ভাসি
আমি কোথায় আছি, তুমি কোথায় আছো
কেনো যে আজ দুজন দুদিকে ভাসি
Written by: Minar Rahman