Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Arnob
Performer
COMPOSITION & LYRICS
Arnob
Composer
PRODUCTION & ENGINEERING
Arnob
Producer
Lyrics
ততক্ষণে বৃষ্টি যেন প্রথম ভূগোল
ততক্ষণে ধৈর্য্য যেন পাথর বাটী
ততক্ষণে আগুন যেন বরফ বাগান
ততক্ষণে বাজলো ভেঁপু আমের আঁটির
ততক্ষণে এগিয়ে গেছে লম্বা লাইন
ততক্ষণে জুড়িয়ে চল অল্পগাছা
ততক্ষণে উড়ে যাওয়ার প্রস্তুতিতে
কখন যেন নিজের হাতে তৈরি খাঁচা
ততক্ষণে আরও পাঁচটা নতুন ছবি
ততক্ষণে বিজ্ঞাপনে নতুন নায়ক
ততক্ষণে ব্যস্ত মোড়ে অসহ্য জ্যাম
ততক্ষণে সুরের আগে প্রিয় গায়ক
ততক্ষণে দুই পা দু'টো জমির উপর
ততক্ষণে বদলে গেছে সমীকরণ
ততক্ষণে সময় যেন আগুন দামে
উল্টে গেছে চাহিদা আর চাওয়ার ধরন
ততক্ষণে জ্বর নেমেছে কড়া ওষুধ
ততক্ষণে নতুন করে পড়তে শেখা
ততক্ষণে আসার সময় পেরিয়ে গেলে
অপেক্ষাতে কত গভীর গল্প লেখা
ততক্ষণে মৌনমিছিল উত্তেজিত
ততক্ষণে পঞ্জিকাতে নতুন তিথি
হঠাৎ কোনো অতিথী যেন ভস্মীভূত
জলকামান আর পুলিশ স্থিত পরিস্থিতি
ততক্ষণে হিসেব যেন পাপের মতন
ততক্ষণে কান্না যেন পুরনো দিন
ততক্ষণে হাঁটছো তুমি, হাঁটছো তুমি, হাঁটছো
ততক্ষণে পেরিয়ে সব জেব্রা ক্রসিং
ততক্ষণে পেরিয়ে সব জেব্রা ক্রসিং
ততক্ষণে পেরিয়ে সব জেব্রা ক্রসিং
Written by: Shayan Chowdhury Arnob