album cover
SHEN
11,984
Hip-Hop/Rap
SHEN was released on January 2, 2024 by Akib bro as a part of the album SHEN - Single
album cover
Release DateJanuary 2, 2024
LabelAkib bro
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM93

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Akib Bro
Akib Bro
Rap
COMPOSITION & LYRICS
Akib Bro
Akib Bro
Lyrics
PRODUCTION & ENGINEERING
Akib Bro
Akib Bro
Recording Engineer

Lyrics

কালু, এনো তোয়াম?
কিতা কইয়াম, বেবাগ সেনের বৈয়াম (yo, boy)
আগে যাইয়াম, বাদে খাইয়াম, বাদে ফিরা ঘুইরা আইয়াম
বাদে জুইত কইরা গুল হইরা আরেকটা ধরাইয়াম
কী রে lighter-এ gas নাই, হেন্দা pocket-ও cash নাই
যতই foreign গিলাস দাদো, সেনের উচাত কোন taste নাই
হুনিস intake না twining বোতল বুইঝা হুইনা কিনিছ
কইছিলাম ভালা-মন্দ চিনিছ, তুই তো জিনিস খাইয়া finish
Verse-এ লয়-লবণ কমাইয়া দিয়া, ময়-মরিচ বাড়াইয়া
মালের অত্ত বড় ডেগোর ডুব্দা, চুব্দা ধরাম কারায়া
দিলাম জব্বর একখান গান বানাইয়া
বাঁশি-ঊষী টান বানাইয়া, ময়-মশলার পান বানাইয়া
আসর পাইতা নেন
হেশে গঞ্জেরতে ঝাল আনাইয়া, চয়-চক্ষু লাল বানাইয়া
খাওয়া-খুয়াই টাল বনাইয়া, বাইত্তে পাঠায় দেন দাদা
মাল খাইতেন নি ক্যান?
আছে সেন, নেন, লেন-দেন
মাল খাইছেন নি ক্যান?
আছে সেন (এই) নেন (এই) লেন (এই) আরে দাদু
দাদা, আহেন ভাইয়ের লগদা বহেন, গলাডা ভিজান
এনো বড়লকদা HANNAN, আর আপনেগো SHEZAN
এলা নয়া মাতাল side কইরা, জিনিস ঢালেন কাইত কইরা
লেবুর লগে বরফ মাইরা, mixing দেন tight কইরা
ওর লগেই যাস ক্যা? আবার এই দিগোই চাছ ক্যা?
তুই কার বাড়ির কইতরী, আমার লগেই ভাজ ক্যা?
ধুরু বন দি, এই গেলাস-উলাস লন দি
হেশে এই দেশে সেন ছাড়া চলতো নি কন দি?
এই যে, লন, দিলাম জব্বর একখান গান বানাইয়া
বাঁশি-ঊষী টান বানাইয়া, ময়-মশলার পান বানাইয়া
আসর পাইতা নেন
হেশে গঞ্জেরতে ঝাল আনাইয়া, চয়-চক্ষু লাল বানাইয়া
খাওয়া-খুয়াই টাল বনাইয়া, বাইত্তে পাঠায় দেন দাদা
মাল খাইতেন নি ক্যান?
আছে সেন, নেন, লেন-দেন
মাল খাইছেন নি ক্যান?
আছে সেন (এই) নেন (এই) লেন (এই) আরে দাদু
লন দি কেরু-চেরু বাদ্দা, ডাইনে-বামে ছয়জন চাপদা
দেশী মালের ডোকটা গিল্লা কয়-কাইনসা তব্দা
আরে, রাখেন ভাই, সরেন, এনো চলতো না তো foreign
যেনে সাঁই কইরা সেন-ডা গিলেন পিনিক হইবো কারে
হেশে ডালের ভিত্রে মিডা দিয়া ভেজাল করছে কেডা?
হ্যাঁ, আংগো দেশে নশু পাইছোস ধইঞ্চা আসোস ব্যাডা?
দেখ দি চলে গলা জ্বলে, আরো খাইতেন নি ক্যান?
Flavor হুংলেই নগদ পিনিক, এইডা নারায়ণগইঞ্জা সেন
দিলাম জব্বর একখান গান বানাইয়া
বাঁশি-ঊষী টান বানাইয়া, ময়-মশলার পান বানাইয়া
আসর পাইতা নেন
হেশে গঞ্জেরতে ঝাল আনাইয়া, চয়-চক্ষু লাল বানাইয়া
খাওয়া-খুয়াই টাল বনাইয়া বাইত্তে পাঠায় দেন দাদা
মাল খাইতেন নি ক্যান?
আছে সেন, নেন, লেন-দেন
মাল খাইছেন নি ক্যান?
আছে সেন (এই) নেন (এই) লেন (এই) আরে দাদু
এই লন দুধ দিয়া কলা দিয়া
ভাত খাই লন ডলা দিয়া, সেন ঢালেন গলা দিয়া, নলা দেখলে চলা দিয়া
দুধ দিয়া কলা দিয়া, ভাত খাই লন ডলা দিয়া
সেন ঢালেন গলা দিয়া, নলা দেখলে চলা দিয়া
Hood নামা রিকশার, যাইয়া বাংলার beat ছাড়
কতা-আত্তি ঠিক ছাড়, মালে নাইগা mixer
Hood নামা রিকশার, নারায়ণগইঞ্জা beat ছাড়
কতা-আত্তি ঠিক ছাড়, মালে নাইগা mixer
এই লন
Written by: Akib Bro
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...