Credits
PERFORMING ARTISTS
Andrew Kishore
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Sadi Khan
Composer
Moniruzzaman Monir
Songwriter
Lyrics
আমি চিরকাল প্রেমের কাঙাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
যে ডালে বান্ধি বাসা
যে ডালে বান্ধি বাসা
ভাঙে সেই ডাল
আমার এমনই কপাল
হায় রে, এমনই কপাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
কত জনার দেখা পাইলাম
আমার কাছে আমি রইলাম
কত জনার দেখা পাইলাম
আমার কাছে আমি রইলাম
কারও আমি হইলাম না আপন
স্রোতে ভাসা শ্যাওলা যেন
আমার এ জীবন
জগত জুড়ে মানুষ আছে
মনেরই আকাল, শুধু মনেরই আকাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
সুখের চাবি হাতে নিলাম
দুঃখের সাথে ঘর করিলাম
সুখের চাবি হাতে নিলাম
দুঃখের সাথে ঘর করিলাম
বিধির বিধান না যায় রে খণ্ডন
অন্তরেতে আগুন আমার
চোখেতে ক্রন্দন
অন্তর্যামীর নিঠুর খেলা চলবে কতকাল
বলো চলবে কতকাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
যে ডালে বান্ধি বাসা
যে ডালে বান্ধি বাসা
ভাঙে সেই ডাল
আমার এমনই কপাল
হায় রে, এমনই কপাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
Written by: Moniruzzaman Monir, Sheikh Sadi Khan

