Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Band Lalon
Performer
Masum Wahidur Rahman
Guitar
Thein Han Maung
Drums
Rezaul Karim Leemon
Guitar
Abedur Rahman Sento
Electric Bass Guitar
COMPOSITION & LYRICS
Shofi Mondol
Songwriter
Lalon Shai
Songwriter
PRODUCTION & ENGINEERING
Band Lalon
Producer
Ashish
Recording Engineer
Subho
Mixing Engineer
Fuad Al Muqtadir
Mastering Engineer
Bengal Studio
Recording Engineer
Art of Noise
Recording Engineer
Lyrics
ক্ষ্যাপা রে
কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই
ক্ষ্যাপা রে
ক্ষ্যাপা রে
কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই
ক্ষ্যাপা রে
তোর নিজ আত্মা যে রূপ আছে দেখ সে রূপের দীন দয়াময়
তোর নিজ আত্মা যে রূপ আছে দেখ সে রূপের দীন দয়াময়
ক্ষ্যাপা রে
কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই
ক্ষ্যাপা রে
বলবো কী তাঁর আজব খেলা, আপনি গুরু আপনি চেলা
ক্ষ্যাপা রে
বলবো কী তাঁর আজব খেলা, আপনি গুরু আপনি চেলা
ক্ষ্যাপা রে
পড়ে ভূত ভুবনের পণ্ডিত আত্মতত্ত্বের প্রবর্ত নয়
পড়ে ভূত ভুবনের পণ্ডিত আত্মতত্ত্বের প্রবর্ত নয়
ক্ষ্যাপা রে
কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই
ক্ষ্যাপা রে
পরমাত্মাকে রূপ ধরে জীবাত্মাকে হরণ করে
ক্ষ্যাপা রে
পরমাত্মাকে রূপ ধরে জীবাত্মাকে হরণ করে
ক্ষ্যাপা রে
লালন বলে, "যাই রে নিদ্রে, সে যে অভেদব্রহ্ম নয়"
লালন বলে, "যাই রে নিদ্রে, সে যে অভেদব্রহ্ম নয়"
ক্ষ্যাপা রে
ক্ষ্যাপা রে
ক্ষ্যাপা রে
ক্ষ্যাপা রে
Written by: Fakir Lalon Shai, Shofi Mondol


