Credits
PERFORMING ARTISTS
Andrew Kishore
Vocals
Jan E Alam
Performer
COMPOSITION & LYRICS
Jan E Alam
Composer
Kabir Bakul
Songwriter
PRODUCTION & ENGINEERING
Andrew Kishore
Producer
Lyrics
আমি চাই না রে বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি তোমার প্রেমের ভিখারি
বন্ধু, আমি তোমার প্রেমের ভিখারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি তোমার প্রেমের ভিখারি
বন্ধু, আমি তোমার প্রেমের ভিখারি
প্রেমের টানে চণ্ডীদাসে
১২ বছর বড়শি বায়
প্রয়োজনে হাজার বছর
থাকবো তোমারই আশায়
প্রেমের টানে চণ্ডীদাসে
১২ বছর বড়শি বায়
প্রয়োজনে হাজার বছর
থাকবো তোমারই আশায়
তুমি আমার রজকিনী
তুমি আমার প্রেমের খনি
তুমি আমার রজকিনী
তুমি আমার প্রেমের খনি
এই জীবনটা তোমার জন্য দিতেও পারি
আমি তোমার প্রেমের ভিখারি
বন্ধু, আমি তোমার প্রেমের ভিখারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি তোমার প্রেমের ভিখারি
বন্ধু, আমি তোমার প্রেমের ভিখারি
ফুলে ফুলে হয় রে মালা
মনে মনে প্রেম যে হয়
তোমায় আমি ভালোবাসি
এই কথাটি মিথ্যে নয়
ফুলে ফুলে হয় রে মালা
মনে মনে প্রেম যে হয়
তোমায় আমি ভালোবাসি
এই কথাটি মিথ্যে নয়
আমি কৃষ্ণ, তুমি রাধা
প্রেমের সুতোয় থাকবো বাঁধা
ওরে, আমি কৃষ্ণ, তুমি রাধা
প্রেমের সুতোয় থাকবো বাঁধা
প্রেম নগরে তুমি হবে শুধু আমারই
আমি তোমার প্রেমের ভিখারি
আমি তোমার প্রেমের ভিখারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি তোমার প্রেমের ভিখারি
ওরে, আমি তোমার প্রেমের ভিখারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি চাই না বন্ধু বাড়ি-গাড়ি
আমি চাই না কোনো জমিদারি
আমি তোমার প্রেমের ভিখারি
এই আমি তোমার প্রেমের ভিখারি
Written by: Jan E Alam, Kabir Bakul