Credits
PERFORMING ARTISTS
Miles
Performer
COMPOSITION & LYRICS
Miles
Songwriter
Hamin Ahmed
Composer
Manam Ahmed
Composer
Lyrics
খেয়ালি রাতের আড়ালে
হলো তোমার সাথে পরিচয়
মায়াবি বাঁধনে জড়ালে
সবই ছবির মতো মনে হয়
অজানা কোন ঠিকানায় হারালে
জানি না তুমি কোথায়
তোমার চোখের সেই দৃষ্টি যেন
আমায় ডেকে নিতে চায়
গোধূলির ঐ শেষ সীমানায়
অজানা কোনো আশায়
জানি না পাবো কি আবার দেখা
মানে না যে মন আমার
তুমি নাই
তুমি নাই, তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই, তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই তোমাকে
প্রথম দেখার পর মন যে শুধু
তোমার কথা ভেবে যায়
চমকে দিয়ে এক দমকা হাওয়া
তোমার কথা বলে যায়
উতলা হয়েছে আমার এ মন
জানি না পাবো কি তোমায়
তুমি নাই
তুমি নাই, তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই, তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই তোমাকে
উতলা হয়েছে আমার এ মন
জানি না পাবো কি তোমায়
তুমি নাই
তুমি নাই, তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই, তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই
তুমি নাই
তুমি নাই, তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই, তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই তোমাকে
তুমি নাই
তুমি নাই, তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই, তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই
তুমি নাই
তুমি নাই, তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই, তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই
তুমি নাই
তুমি নাই, তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই, তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই
তুমি নাই
তুমি নাই, তাই জীবনটা ভরা যে
Written by: Hamin Ahmed, Manam Ahmed

