Credits
PERFORMING ARTISTS
Arif Hossen Babu
Performer
COMPOSITION & LYRICS
Arif Hossen Babu
Songwriter
Rezwan Sheikh
Arranger
Lyrics
এই মোন জানে, তোরে কোনখানে
রেখেছি যতনে
মন ছুটে যায়, তোর ইশারায়
শুধু অকারণে।
আমার এ মোন জুড়ে তোর ছবি আকা
দিন যে কাটেনা আর তুই ছাড়া একা।
তুই যে আমার হাজার দু:খেরও
মনে সুখেরই দোলা
এই মোন ভেঙ্গে যায় যখন রে তুই
করিস আমায় অবহেলা।
দু চোখের আঙ্গিনায় না পেলে তোরে
সবই যেন লাগে ফাঁকা।
আমার এ মোন জুড়ে তোর ছবি আঁকা
দিন যে কাটেনা আর তুই ছাড়া একা।
তুই যে আমার ¯িœগ্ধ সকাল
শিশির ভেজানো ভোর
তোর ছোঁয়া পেতে যেন এই মনমাঝে
থাকে শুধু তোরই ঘোর।
ভালোবাসি কতবেশি কেমনে বোঝাই
ভালোবাসা যায় না যে দেখা।
আমার এ মোন জুড়ে তোর ছবি আকা
দিন যে কাটেনা আর তুই ছাড়া একা।
Written by: Arif Hossen Babu

