Credits
PERFORMING ARTISTS
Ahmed Hasan Sunny
Performer
COMPOSITION & LYRICS
Nabarun Bose
Composer
Omar Masum
Songwriter
Lyrics
"আদমের আফিম
আফিমের গোলা খেয়ে আদম আজ কাবু
মগডালে তারা গোণে সোহেল আর ফাজু
দুরু বনে আহরণে পপি ফুলো মধু
নানা নানা নানা নানা নানা নাননা না(X2)
আফিমের বড়ি খেয়ে আদম আজ ফাকড্ আপ
ঘুর-ঘুর ঘুরছে না হাত মনে চাক্ কা
চিনে চিনি বাদামী ধোঁয়া ছেড়ে টাটকা
লেগে থাকে রগে রগে চিনি চিনি স্বাদটা রে..
এহ..এ..এহ.এ
টাকা ওড়ে সমীরণে ট্যামরেতে কাট্টা
রেলগাড়ি চড়ে পাড়ি চিনি দেশে সাতবার
ফকিরের বেশে তবু উঁচু করে নাকটা
অতিরিক্ত এক্সেস রাজা রাজা ভাবটা রে..
এ..এ...এহ .এ
দুরু দুরুর বুকে
সাড়ে বারো থাকে
বিষপাতা ফেলে ফুলেও
আটগ্রাম টিকে।(X2)
বেচে পুরি ভরা ড্যালে
তার স্বামী থাকে জেলে
ওদিক দুধ বেচে মদ খায়
জুয়ান ছেলেপেলে।
আরে.. হেভি বুলের পেটে
সব খবর আঁটে
জিভে ভরা জল নিয়ে
গল্প গিলে চলে।
যেথা চিনি চিনির ভুলে
মন স্বপনদোষে চলে
তেঁতুল ভূতে বাসা খোঁজে
জট ধরা চুলে।
এহ..
পঁচিশ নিয়ে হাতে
দৌলতদিয়ার ঘাটে
সোহেল হইল রাজামশাই
ফাজু উড়ে সাথে।
তারা ঘাটে হবে রাজা
আবার রাজা দিছে সাজা
রাজার বাড়ি করবি চুরি
গাড়ি চড়ে যা গা।
বুঝে শুনে পৌষ-মাঘ
সিঁদ কাটে বনের বাঘ
হাতে হারিকেন গোয়ায় বাঁশ
কার কার হবে সর্বনাশ রে?
এহ এ..এহ..এ
আদমের গোলা খেয়ে আফিম আজ ভীরু
পপি বনে আহরণে কুচ-পাতা-হিরু
হাটে-ঘাটে-তল্লাটে সিনপাট শুরু
এহ হাটে-ঘাটে-তল্লাটে সিনপাট শুরু।"
Written by: Nabarun Bose, Omar Masum