Lyrics

এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল কাজল বর্ণা জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো- উপল নুড়িতে কাঁকন চুড়িতে উপল নুড়িতে কাঁকন চুড়িতে রিনি ঠিনি ছন্দে বন্য আনন্দে উপল নুড়িতে কাঁকন চুড়িতে রিনি ঠিনি ছন্দে বন্য আনন্দে এসো ছলছল ঝলমল আঁচল লুটিয়ে এসো এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো- তৃষ্ণায় ডাকে কূলে কূলে হরিণী আনো তৃষ্ণার জল নির্ঝরিণী তৃষ্ণায় ডাকে কূলে কূলে হরিণী আনো তৃষ্ণার জল নির্ঝরিণী ফুলবনে ভ্রমর দল জুটিয়ে এসো এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো- এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারা আনো চক্ষে এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারা আনো চক্ষে শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে আনো পরমায়ু এসো পাষাণ-কারারঘুম টুটিয়ে এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল কাজল বর্ণা জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো পাহাড়ি ঝর্ণা এসো এসো পাহাড়ি ঝর্ণা
Writer(s): Kazi Nazrul Islam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out