Featured In

Credits

PERFORMING ARTISTS
Balam
Balam
Performer
Konal
Konal
Performer
COMPOSITION & LYRICS
Asif Iqbal
Asif Iqbal
Lyrics
Akassh Sen
Akassh Sen
Composer

Lyrics

জনম জনমের ভালোবাসা তোমার আর আমার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
সব পেরিয়ে তোমার কাছে আসবো বারে বার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে
ডানা মেলে এমন তোমার ছোঁয়াতে
মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
তুমি ছাড়া আমি ভাবি না কখনো
তুমি হিনা হলে ভেঙ্গে যায় স্বপ্ন
পথ দেখিয়ে সুখে-দুখে কর পারাপার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
জনম জনমের ভালোবাসা তোমার আর 
আমার রূপকথা তে আমি হব রাজকুমার
Written by: Akassh Sen, Asif Iqbal
instagramSharePathic_arrow_out