Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Aftermath
Aftermath
Performer
COMPOSITION & LYRICS
Aftermath
Aftermath
Composer
Navid Iftekhar Chowdhury
Navid Iftekhar Chowdhury
Lyrics

Lyrics

বুকের ভেতর জমা ভয় দূর করো, দূর করো পরিনামের অভিশাপ ধেয়ে আসছে কোন প্রলয়? ধৈর্যের ভারে চাপা পড়া দীর্ঘশ্বাস এ জগতে সত্যের পরিমাণ শূন্যের কাটার কাছে উড়ছে ফানুষ উড়ছে লাল-নীল বেগুনী সাদা মিথ্যে সারা জগৎটাকে তাসের ঘর বানিয়ে তাসের ঘর বানিয়ে ছিন্ন ভিন্ন নিঃস্ব ক্ষুধার্ত অসহায় পথিক বড় দেরি করে বুঝেছো ভুলগুলো এ আমাদের অন্য কোন গান গেয়ে যাব আজ তোমার তরে প্রার্থনা করি লজ্জায় মুখটি ঢেকে বল নেবে কি তোমার কাছে? কে, কেমন করে বলো নিয়ে যাবে মোরে দিগন্তের ওপারে? কে, কিভাবে, কেমন করে বলো নিয়ে যাবে মোরে অন্ধকার ঘরে? অসুস্থ ভাবনায় বিষাক্ত আজ বিশ্বাস রঙ্গিন চশমাগুলো চোখে মানিয়েছে বেশ সবার বিবর্তনের ধারা আজ বইছে কেন পেছনে? এক চোখা গণতন্ত্র তোমায় খাচ্ছে আজ নিংড়ে শীতল মাটির কোলে মাদুর পেতে পশ্চিমে ফিরে তোমার ক্ষমার তরে হাত তুলি বুক বেঁধে এ আমাদের অন্য কোন গান গেয়ে যাব আজ তোমার তরে প্রার্থনা করি লজ্জায় মুখটি ঢেকে বল নেবে কি তোমার কাছে? কে, কেমন করে বলো নিয়ে যাবে মোরে দিগন্তের ওপারে? কে, কিভাবে, কেমন করে বলো নিয়ে যাবে মোরে অন্ধকার ঘরে? (অন্ধকার ঘরে) (অন্ধকার ঘরে) (অন্ধকার ঘরে) (অন্ধকার ঘরে) শোন হে মানবজাতি মন দিয়ে পাপের বোঝা তোমায় কি শান্তি দিবে? জন্ম-মৃত্যুর মাঝে এ সন্ধিক্ষনে খুঁজবে নাকি এ যাত্রার মানে?
Writer(s): Aftermath Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out