album cover
Ki
1,794
Hip-Hop/Rap
Ki was released on June 6, 2024 by NIHON as a part of the album Ki - Single
album cover
Release DateJune 6, 2024
LabelNIHON
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM86

Credits

PERFORMING ARTISTS
NIHON
NIHON
Performer
COMPOSITION & LYRICS
NIHON
NIHON
Songwriter

Lyrics

(Intro)
(Hook)
কি! খালে দেহি সমুদ্রের পানি
কি! চোরের মোহে গৃহস্তের বাণী,
কি! সুদ খাইয়া গলা হুগানি
কি! মাতায় হাত, চোক্কে ছানি।
কি!সিদা থুইয়া উলটা বুঝে খালি
কি!হগল মাইনষের ভুলটা খুজে খালি,
কি!পট্টি মারতে আমারেই পালি
কি! নাকে ভরা ঘি (হোন)।
(Verse 1)
কিরে ভাই আগর বাগর, কাগো লগে জোড়া দিলি কাগর,
বেট্টা বিদ্যা নাই মাতায় নামে বিদ্যা সাগর,
বুদ্দি দোড়ায়, উকিলের বাসাতের আগে,
চাসায় যেনো যায়, হেনো খায়, হেনোই গিয়াই আগে।
দুপ! একদাম চুপ,
এহেক সেহেক দিনে ভায়ের এহেক সেহেক রুপ।
কানা ওলায় ধরে জ্বালায় জইল্লা মরে,
মরা সাপের মাতায় বিষ,শইল ছাড়াই লরে চরে।
আরে দুত্তার বড় ভায়ের চোইদ্দো গুস্টি গিলাই
এই শহরের বুকে বাঘের মাসি বিলাই,
আমরা ১৬ আনা পাইলে ১৬ জনরে বিলাই খাই,
আর ভায়ের মতো পারলামই না দিতে সুন্দর সিলাই।
হাত্তি গেলে দেহে না, মোশা গেলে খাবলা মারে,
মনের দুক্ষে ফালডা পরে, নদীর পানি খালডা পরে,
হরে তগো গান হুনলেই মাতা ধরে,
কুক্ষাইন্না মরে না, বাইচ্চা থাইক্কা যা-তা করে।
(Hook)
কি! খালে দেহি সমুদ্রের পানি
কি! চোরের মোহে গৃহস্তের বাণী,
কি! সুদ খাইয়া গলা হুগানি
কি! মাতায় হাত, চোক্কে ছানি।
কি!সিদা থুইয়া উলটা বুঝে খালি
কি!হগল মাইনষের ভুলটা খুজে খালি,
কি!পট্টি মারতে আমারেই পালি
কি! বেশিরভাগ গায়ক জোড়াতালি।
(Bridge)
আগের বাহাদুরি এহন গেলো কই?(গেলো কই)
আগের বাহাদুরি এহন গেলো কই?(খবর নাই)
আগের বাহাদুরি এহন গেলো কই?(আবার ক)
আগের বাহাদুরি আমরা হুতা ছাড়াই উড়ি
(Verse 2)
এই থো,চন্দনের পো,
নগন খাইয়া বাকি চাস আর বাকির হিসাব কো।
এই রহম সুলুম, কেমনে যে ভুলুম,
তগো ঠাই কোনে ওইবো আল্লাহ খোদা মালুম।
যা এল্লা খাপের খাপ, আব্দুল্লার বাপ
কেইচ্ছা মনে কইরা এহন খুইদ্দা দেহি সাপ।
ইন্দাইলে পিন্দাইতে চায় নতুন খাপ
পুতুল টেকা ছাড়া কতা কয় না খালি খোজে লাভ আর লাভ
কিরে হজ কামায়া দেহি পুরা আংগায়া লাগি রে,
বন্ধু কইয়া বন্ধুরেই ভাংগায়া খালি।
রক্ত থুইয়া পরের লেগা জান দা লালি রে,
খোদাই হার পাইয়া নগদে বান দা লালি রে।
ভাত খাস ভাতারের, গুন গাস লাঙ্গের,
পদ্মার মাঝি স্বভাব দুষে চাষ করে গাঙ্গে।
মাতার তার ছিরা, বে-তা-ছিরা
আংগো ঘাটে ঠাই নাই নৌকা অন্য ঘাটে ভিরা( দোউপ)
(Hook)
কি! খালে দেহি সমুদ্রের পানি
কি! চোরের মোহে গৃহস্তের বাণী,
কি! সুদ খাইয়া গলা হুগানি
কি! মাতায় হাত, চোক্কে ছানি।
কি!সিদা থুইয়া উলটা বুঝে খালি
কি!হগল মাইনষের ভুলটা খুজে খালি,
কি!পট্টি মারতে আমারেই পালি
কি! বেশিরভাগ গায়ক জোড়াতালি।
(Outro)
Written by: Irfanul Islam Nihon
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...