Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Atif Ahmed Niloy
Performer
P Tune Studio
Performer
COMPOSITION & LYRICS
Rakib Emran
Songwriter
Rahat Hossen
Composer
Lyrics
আকাশে অনেক তারার ভিড়ে
আমি তোরে খুঁইজা পাইলাম না রে
আবেদন খোদার দরবারে
আখিরাতে পাই যেন তোরে
আকাশে অনেক তারার ভিড়ে
আমি তোরে খুঁইজা পাইলাম না রে
আবেদন খোদার দরবারে
আখিরাতে পাই যেন তোরে
আখিরাতে পাই যেন তোরে
আমার কলিজাটা পোড়া, আমি একটা জ্যান্ত মরা
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
কলিজাটা পোড়া, আমি একটা জ্যান্ত মরা
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
পাগল হইয়া পইড়া থাকি তোর সমাধিতে
চোখের জলে দোয়া করি প্রতি মোনাজাতে
পাগল হইয়া পইড়া থাকি তোর সমাধিতে
চোখের জলে দোয়া করি প্রতি মোনাজাতে
আমার কলিজাটা পোড়া, আমি একটা জ্যান্ত মরা
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
কলিজাটা পোড়া, আমি একটা জ্যান্ত মরা
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
দুঃখগুলো পুইষা বুকে মুখে হাইসা যাই
তোর কাছে কবে যাবো প্রহর গুনি তাই
দুঃখগুলো পুইষা বুকে মুখে হাইসা যাই
তোর কাছে কবে যাবো প্রহর গুনি তাই
আমার কলিজাটা পোড়া, আমি একটা জ্যান্ত মরা
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
কলিজাটা পোড়া, আমি একটা জ্যান্ত মরা
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
কী করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া
Written by: Rakib Emran