Credits

PERFORMING ARTISTS
Pakhi Ma
Pakhi Ma
Performer
COMPOSITION & LYRICS
Pakhi Ma
Pakhi Ma
Songwriter
Samir Sarkar
Samir Sarkar
Arranger

Lyrics

আমি আগে করি জনগণের চরণ বন্দনা
তারপরেতে পাখির এই গান শুনেন সর্বজনা।
শুনেন বন্ধুগণ...
শুনেন বন্ধুগণ দিয়া মন, বিচিত্র কাহিনী
এক দেশের সিংহাসনে বসে আছেন মহারানী।
সে দেশের গল্প বলি...
সে দেশের গল্প বলি, সেথা এক সরকারি হাসপাতালে,
কর্মরত লেডি ডাক্তার খুন হল অকালে,
হল ধর্ষিতাও সে...
হলো ধর্ষিতাও সে কী কারণে, সেটাই এখন জানার,
ধর্ষকই কী খুনি নাকি আরও নোংরা কারবার!!
সেটা খুঁজতে হবে...
সেটা খুঁজতে গিয়ে, কেঁচো খুঁড়তে, কেউটে বেরিয়ে এল।
দুর্নীতিরই অন্ধকারে প্রমাণ লোপাট হল
রানী দুঃখ পেলেন...
রানী দুঃখ পেলেন, রাতারাতি ধর্ষক ধরা পড়ল,
তবু দেশের নারীরা সব রাতের দখল নিল
এর কারণটা কী....
এর কারণটা কী জানা বাকি জুনিয়ার যত ডাক্তার,
কাজ না করে পথে বসে রানী কে দেয় ধিক্কার।
এসব ঠিক হলো কী...
এসব ঠিক হলো কি? তাও তো দেখি, হাজার হাজার প্রজা,
খাবার পৌঁছে, জল পৌঁছে, করছে সহযোগিতা।
জুনিয়র ডাক্তারগুলো...
জুনিয়র ডাক্তারগুলো, অমান্য করল সুপ্রিম কোর্টের নির্দেশ,
সিনিয়াররাও প্রশ্রয় দিয়ে, বললেন, দেখবো শেষ।
তোদের সাথে আছি...
তোদের সাথে আছি, লাগে যদি, টোকা তোদের গায়,
আমরাও দেবো রেজিগনেশন, মনুষ্যত্বের দায়।
বিষয় গম্ভীর ভারী...
বিষয় গম্ভীর ভারী মহারানী নিমন্ত্রণ পাঠালেন।
মিঠা কথায় ধমকে চমকে কাজে ফেরাবেন ভাবলেন
কিন্তু হলো না তা....
কিন্তু হলো না তা, ডাক্তারেরা, দিলেন না যে সাড়া,
সচিববাবুর পদত্যাগই তাদের প্রথম চাওয়া।
সেই সচিব কী না....
সে সচিবই কী না, ডাক পাঠালেন আলোচনায় বসার!
তাতে বেজায় ক্ষুব্ধ হলেন যত জুনিয়র ডাক্তার,
তাদের থামানো দায়...
তাদের থামানো দায়, বদলাতে চায় সমাজের খোল নলচে,
খুনের সাথে দুর্নীতি যে, মিলেমিশে আছে।
আসল মাথাটা কে...
আসল মাথাটা কে ধরতে হবে, লড়াই এখন সবার
তারই মধ্যে রানীর হুকুম উৎসবেতে ফেরার
উৎসব শুরু হল...
উৎসব শুরু হলো, ঢাক বাজলো, রাস্তায় প্রজার ঢল,
অনেক দিনের অনাচার আর অবিচারের ফল
এর শেষ কোথায়...
এর শেষ কোথায় প্রজা কী চায় বুঝে গেছেন রানী।
তাই সভাসদদের কাজ এখন শুধুই ফোঁসফোঁসানি।
তাতে কাজ হবে না...
তাতে কাজ হবে না, কেউ সরবে না, রাস্তায় এখন প্রজা,
রাণীর গদি টলে গেছে, দোষী পাবেই সাজা,
এর শেষ দেখবে...
এর শেষ দেখবে, বিচার মিলবে, দুর্নীতি হবে মুক্ত।
প্রজা এখন বুঝে গেছে রানী শক্তের ভক্ত
তাই লড়াই চলবে...
তাই লড়াই চলবে উৎসব জমবে, এবার আরো বেশি
সব অসুর বধের শেষে হাসবে জয়ের হাসি।
উৎসব জমে যাবে...
উৎসব জমে যাবে, বিচার পাবে তিলোত্তমা এবার
পাখি বলে দেশের কী নাম প্রশ্ন এখন আমার!!
যদি বুঝতে পারো...
যদি বুঝতে পারো, আওয়াজ করো,
না করে ফিসফিস, সবার সাথে চেঁচিয়ে বলো...
উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমাণ্ড জাস্টিস
Written by: Pakhi Ma
instagramSharePathic_arrow_out

Loading...