Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Bhuban Badyakar
Performer
COMPOSITION & LYRICS
Bhuban Badyakar
Songwriter
ZOOBAER
Arranger
Lyrics
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম আছে ভালো মাথার ছিরা চুল
সিটি গোল্ডের চুড়ি মালা দিয়ে
মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম
মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু
পায়ে তোড়া হাতের বালা থাকে যদি
সিটি গোল্ডের চেইন দিয়ে যাবেন
তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
Written by: Bhuban Badyakar, Nazmu Reachat, ZOOBAER


