Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Tahsan
Performer
Atiya Anisha
Performer
COMPOSITION & LYRICS
Prince Mahmud
Composer
Imran Mahmudul
Arranger
Lyrics
আকাশটা তোমার মতো
ভুবন ভাঙানো হাসি
দিয়ে বলছে যেন ভালোটাই
ভালো মতো বাসি।
উদাসী এ মন আমার
ইচ্ছেডানায় ওড়ে।
যদি বলো মিথ্যে হলেও
তুমি যে আমার
তুমি যে আমার
জনম জনম ধরে
ছায়াচ্ছন্ন করে
সারাদিন রাতভরে
পাশে থাকবো। (X2)
স্বপ্নে কাটা এ দিন
রোদ রিনরিন ভালোলাগা মনজুড়ে
কাকভেজা মনে আলোর ফোয়ারা
বাজে সুরে, এই নুপূরে
উদাসী এ মন আমার
ইচ্ছেডানায় ওড়ে।
যদি বলো মিথ্যে হলেও
তুমি যে আমার
তুমি যে আমার
জনম জনম ধরে ছায়াচ্ছন্ন
করে সারাদিন রাতভরে
পাশে থাকবো। (X2)
Written by: Prince Mahmud